কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ৬৫ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৬ জেলার ২৭ হাজার ৬০ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। এই পরীক্ষার্থীরা মোট ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করাতে চায়। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম আজ মঙ্গলবার সকালে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই এ বছরের এসএসসির ফল প্রকাশের পরদিন থেকে শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করে। মোট ২৪টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করার আবেদন করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৪০টি আবেদন জমা পড়েছে গণিতে।
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে রায়া আলী। সে বলে, ‘আমার জীববিজ্ঞানে জিপিএ-৫ আসেনি। এ জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করেছি। পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় মন খারাপ। তাই আবেদন করেছি।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ২৮ আগস্ট ফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।