কলেজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনা, দুই বন্ধু নিহত
মাদারীপুরের শিবচরে কলেজ শেষ করে এক মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তিন বন্ধু। মোটরসাইকেলটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন দুজন। গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাঁচ্চর ইউনিয়নের ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) এবং একই ইউনিয়নের গোয়ালকান্দা এলাকার পাণ্ডব দাশের ছেলে অয়ন দাশ (২০)। গুরুতর আহত হয়েছেন সীমান্ত (২০)। তাঁরা তিনজন দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ শেষ করে একসঙ্গে বাড়িতে ফিরছিলেন পার্থ শীল, অয়ন ও সীমান্ত। তাঁরা একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। এক্সপ্রেসওয়ের যাত্রীছাউনির সামনে একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বন্দরখোলা যাত্রীছাউনির সঙ্গে লাগে। এতে ঘটনাস্থলেই পার্থ ও অয়ন নিহত হন। গুরুতর আহত হন সীমান্ত।
ওসি বলেন, দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাস শেষে তাঁরা বাড়িতে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে লেগে পড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁরা তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন। যে কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়।