মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ঠিকাদারকে কুপিয়ে জখম

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ঠিকাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন মাদক ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামে মোকসেদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ওই ঠিকাদারের নাম মো. রাজু শেখ (৩০)। তিনি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের বাহাদুর শেখের ছেলে। রাজু শেখ ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভাজনডাঙ্গা গ্রামের মো. রাসেল মিয়া (২৪) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সোমবার রাত আটটার দিকে রাসেলকে মাদক বিক্রি করতে দেখেন ঠিকাদার রাজু শেখ। তখন রাজু রাসেলকে মাদক বিক্রির কাজ থেকে বিরত থাকতে বলেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়।

ওই ঘটনার জেরে আজ সকাল সাড়ে ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামে মোকসেদের দোকানের সামনে রাসেল মিয়া ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে রাজুর ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী সকাল ১০টার দিকে ওই ঠিকাদারকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় লাঠি ও দেশি অস্ত্রের আঘাতের জখম রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।