হাওয়া দেওয়ার সময় নছিমনের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তা এলাকায় নছিমনের চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের নাম আফাজ উদ্দিন (৩৫)। তিনি শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের আবুল হাশেমের ছেলে। আফাজ উদ্দিন শ্রীপুর চৌরাস্তায় নছিমনসহ অন্যান্য ছোট যানবাহনের চাকা সারাইয়ের কাজ করতেন।

আফাজ উদ্দিনের স্বজন মো. মনির হোসেন বলেন, গতকাল সন্ধ্যার দিকে এক ব্যক্তি নছিমনের চাকা সারাইয়ের জন্য আফাজ উদ্দিনের দোকানে আসেন। আফাজ উদ্দিন চাকা সারাই শেষ করে এতে হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ চাকা বিস্ফোরিত হলে চাকার সঙ্গে থাকা লোহার রিং ছিটকে এসে আফাজের মাথায় আঘাত করে।

এতে আফাজ গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে আফাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আফাজের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নছিমনের চাকা সারাইয়ের সময় চাকা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছেন। তবে এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।