কাঠের নৌকায় করে ইয়াবা পাচার, দুজন আটক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় একটি কাঠের নৌকা থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মো. ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম (২৬)। তাঁরা দুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা এবং কক্সবাজারের মহেশখালী থানায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা।
কোস্টগার্ড আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্ণফুলী চ্যানেলের মোহনায় ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। কোস্টগার্ড নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি ও ধারালো অস্ত্র পাওয়া যায়। আটক দুজন মাদক পাচারকারী বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জব্দ হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে।