তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিখোঁজ

নিখোঁজ মো. সাইদুল ইসলাম
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো. সাইদুল ইসলাম গতকাল সোমবার বিকেল চারটা থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তাঁর বড় বোন শিরিনা আক্তার আজ মঙ্গলবার বিকেলে তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মো. সাইদুল ইসলাম কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের মো. মোহন সরকারের ছেলে। তাঁর বোন শিরিনা আক্তার জানান, সাইদুল ইসলাম গতকাল সকালে বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছে তাঁর মা সাহেনাজ বেগমের সঙ্গে তাঁর মুঠোফোনে কথাও হয়। তবে বিকেল চারটার পর থেকে সাইদুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান বলেন, অফিস সহকারী সাইদুল ইসলামের গতকাল বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি তাঁর মা সাহেনাজ বেগম নিশ্চিত করেছেন। কিন্তু সাইদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ে পৌঁছাননি। তাঁকে মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না। তিতাস থানায় একটি জিডি করার জন্য সাইদুলের বোন শিরিনা আক্তারকে পরামর্শ দেওয়া হয়েছে।

সাইদুল ইসলামের মা সাহেনাজ বেগম বলেন, গতকাল রাত ১২টার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর মুঠোফোনে (সাহেনাজ বেগম) কয়েকবার কল আসে। কিন্তু কোনো কথা বলেনি। পুনরায় ফোনে দিলেও ফোন কেটে দিচ্ছে। ধরছে না। তাঁর মনে হচ্ছে, কোনো একটি ঝামেলা আছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, জিডি হয়েছে। নিখোঁজ সাইদুল ইসলামের সন্ধান বের করার চেষ্টা চলছে।