কলেজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে পড়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী
দিনাজপুরের বিরামপুরে কলেজের ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ বাজারের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক। সে বিরামপুর পৌর শহরের হাসপাতাল সড়কের কলাবাগান মহল্লার আবদুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ট্রাকটিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ঘোড়াঘাট রেলঘুণ্টি থেকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে আসে ওমর ফারুক। কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য কলেজ বাজারের দক্ষিণ পাশে একটি ফিলিং স্টেশনে যায় সে। পরে তেল নিয়ে বাড়ির ফেরার পথে বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা ঘোড়াঘাটগামী একটি মালবাহী ট্রাকের নিচে পড়ে যায় সে। পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ঘোড়াঘাট রেলঘুণ্টি থেকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক। নিহত ওমরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।