রায়পুরায় তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলায় তিন বছর বয়সী ছেলে আনাসকে কুপিয়ে হত্যার অভিযোগে মা শিরিন আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে হাসনাবাদ গ্রামের রেললাইন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে আনাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনাসের দাদা নজরুল মিয়া বাদী হয়ে শিরিন আক্তারকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা করেন।
শিরিন আক্তার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার সৌদি আরবপ্রবাসী ডালিম মিয়ার স্ত্রী। নিহত আনাস তাঁদের সন্তান। শিরিন আক্তারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, প্রায় পাঁচ বছর আগে শিরিন ও ডালিম দম্পতির বিয়ে হয়। বিয়ের দুই বছর পর জন্ম হয় আনাসের। তাঁর জন্মের পরপরই জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ডালিম। শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বাস করছিলেন শিরিন।
পরিবারের সদস্যরা বলছেন, গতকাল রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। বাড়ির পুরুষ সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে তারাবিহ নামাজ পড়তে মসজিদে ছিলেন। এ সময় আনাস মায়ের কক্ষে ঘুমাচ্ছিল। আর পাশের কক্ষে নামাজ পড়ছিলেন তার দাদি আছিয়া বেগম। রাত সাড়ে ৯টার পর আছিয়া বেগম ওই কক্ষে গিয়ে দেখেন, আনাসের রক্তাক্ত লাশ বিছানার ওপর পড়ে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। রাতেই ওই বাড়িতে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। রাতভর শিরিনকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরে পাশের হাসনাবাদ গ্রামের রেললাইনে তাঁকে বসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা।
আনাসের দাদা ও মামলার বাদী নজরুল মিয়া বলেন, ‘আমার ছেলের বউয়ের মাথায় কিছু সমস্যা রয়েছে। জন্মের পর থেকেই আনাসকে মারধর করত সে। এ কারণে আমরা দাদা-দাদি মিলেই আনাসকে লালনপালন করে বড় করছিলাম। তার মায়ের কাছে খুব বেশি থাকত না। গত রাতে নাতিকে ঘুম পাড়িয়ে নামাজে যাই। পরে জানতে পারি, নাতিকে কুপিয়ে শিরিন বাড়ি থেকে পালিয়ে গেছে।’
রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, শিশু হত্যার দায়ে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।