আওয়ামী লীগ জলে–স্থলে, অন্তরিক্ষে উন্নয়ন করেছে: পরিকল্পনামন্ত্রী
আওয়ামী সরকার জলে, স্থলে, অন্তরিক্ষে উন্নয়নকাজ করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমরা জলের নিচে বঙ্গবন্ধু টানেল করেছি, স্থলে পদ্মা সেতুসহ অসংখ্য কাজ আর অন্তরিক্ষে, মানে আকাশে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ রয়েছে। আমরা বঙ্গবন্ধু-২ তৈরি করছি।’
সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণে ওই সম্প্রীতি সমাবেশ ও নৈশভোজ হয়। এতে শহরের সব ধর্মের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা মহাসংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কেউ দয়া করে স্বাধীনতা দেয়নি। আমাদের অর্জন সম্মানের, মর্যাদার। আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আমরা এখন অর্থনৈতিক মুক্তি, মানবিক ও মর্যাদা অর্জনের লড়াইয়ে আছি। এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন নিরেট বাঙালি উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমি তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এটা দেখেছি। মন্ত্রী, এমপি হিসেবে নয়, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে বলছি, তাঁর আচার-আচরণ, চলন-বলনে তিনি একজন খাঁটি বাঙালি। তিনি সব পথ, মতের মানুষকে সম্মান করেন। তিনি সবার জন্য কাজ করেছেন।’
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি গ্রামের মানুষ। ছোটবেলা থেকে এ শিক্ষা পেয়েছি। গ্রামে আমরা মিলেমিশে চলেছি।’ তিনি আরও বলেন, ‘এই বাংলা সম্প্রীতির বাংলা, মর্যাদার বাংলা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। একে-অপরকে সম্মান করে। এটাই মহত্ত্ব, মানবিকতা। এটা ধরে রাখতে হবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান গির্জার সভাপতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, শহরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল বছির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, জেলা মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা মফিজুর রহমান প্রমুখ।