সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধ, মারামারিতে বৃদ্ধ নিহত

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতল এলাকায় জমির চৌহদ্দি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় মীর মোহাম্মদ ইউসুফ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাষ্ট্রায়ত্ত আরআর জুটমিলের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা। তিনি সোনাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ইউসুফের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ইউসুফেরা তিন ভাই। জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ইউসুফেরা তিন ভাই। জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।