‘নৌকার স্লোগান’ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীর ওপর হামলার অভিযোগ

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ওরফে দোলনের (ঈগল) দুই কর্মীর ওপর আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমানের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত দুজন হলেন রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মঞ্জুরুল মুন্সী ও তাঁর ভাই সুজন মুন্সী। মঞ্জুরুল মুন্সীকে প্রথমে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুজন মুন্সীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আজ শনিবার সকালে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারর জন্য অভিযান চলছে।

আহত সুজন মুন্সী বলেন, তাঁরা স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন। গতকাল রাত ৯টার দিকে পাশের সুর্যোগ বাজারে গেলে নৌকার সমর্থকেরা হেলমেট পড়ে মোটরসাইকেল চালিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে মঞ্জুরুলের মাথায় পেছন থেকে আঘাত করেন। অতর্কিত হামলায় মঞ্জুরুল ইসলাম রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারপিট করে। এ সময় সুজন মুন্সী এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।