ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেট সীমান্তে ৪ নারী আটক

আটকপ্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটের জাফলং হয়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার সময় চার নারীকে আটক করে বিজিবির কাছে দিয়েছেন স্থানীয় জনতা। পরে বিজিবি আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাটের জাফলং মায়াবী ঝরনা এলাকার ১২৭২/৪ সীমান্ত পিলারসংলগ্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতে পাচারের সহায়তাকারী এক যুবক পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

আটক নারীরা হলেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকার হরমুজ সরদারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা এলাকার মোজাফফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম (৪০) ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর এলাকার আবদুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮)।

বিজিবি সূত্র জানায়, গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুর এলাকার মো. জুয়েল রানা (২৫) নামের এক যুবক তাঁদের অবৈধ পথে ভারতে নিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয় জনতা তাঁদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, আটক নারীদের বিরুদ্ধে বিজিবি সদস্য বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হবে।