সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের গাড়ির কাচ ভাঙচুর

উচ্ছেদ অভিযানে ভাঙচুর হওয়া পুলিশের গাড়ি। আজ রোববার সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায়ছবি: প্রথম আলো

ঢাকার অদূরে সাভারে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার ঢাকা-আরিচা ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় প্রায় পাঁচ হাজার ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে বেলা তিনটার দিকে অভিযানের একপর্যায়ে উপজেলার আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালাতে গেলে ফুটপাতে বিভিন্ন পণ্যের ব্যবসায়ীসহ একদল লোক বাধা দেন। তাঁরা ইটপাটকেল ছুড়ে পুলিশের দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে সেখান থেকে চলে যান অভিযানকারীরা। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে সাভার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

প্রশাসন ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনী, ঢাকা জেলা পুলিশ, সংশ্লিষ্ট থানা–পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরে পর্যায়ক্রমে সাভার বাসস্ট্যান্ড এলাকা, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) ও বলিভদ্র এলাকায় অভিযান চালানো হয়।

মহাসড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সাভার উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, বলিভদ্র এলাকায় অভিযান শুরুর পরপরই কয়েকজন লোক অভিযানে বাধা দিলে দুজনকে গাড়িতে তোলে পুলিশ। পরে হঠাৎ করে ফুটপাতে বিভিন্ন পণ্যের ব্যবসায়ীসহ একদল লোক ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে অভিযান বন্ধ করে সেখান থেকে চলে যান প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার প্রথম আলোকে বলেন, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এরপর কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাঁদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ঢাকার গাবতলী থেকে ঢাকা-আরিচা ও নবীনগর থেকে চন্দ্রা এ দুটি মহাসড়ক হয়ে ২২টি জেলার গাড়ি চলাচল করে। মহাসড়কে যান চলাচল ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয় আজ। অভিযানের শেষের দিকে একপর্যায়ে বলিভদ্র বাজারে অভিযান চলাকালে কতিপয় দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তেড়ে আসেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করেন। তাঁদের চিহ্নিত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।