১২ বছর পর নরসিংদী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

নরসিংদী জেলা ছাত্রদলের নতুন সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে নাহিদ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে রিফাত
ছবি: সংগৃহীত

১২ বছর পর নরসিংদী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সিদ্দিকুর রহমান ওরফে নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান ওরফে রিফাতকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের ওই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির অন্য তিনজন হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া।

জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, সর্বশেষ ২০১১ সালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি ছিলেন মো. নজরুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ছিলেন আবদুর রউফ ফকির। ১০ বছর পর ২০২১ সালের ২৪ মার্চ ওই কমিটি ভেঙে দিয়ে ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে নজরুল ইসলামকে আহ্বায়ক ও মাইন উদ্দিন ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছিল। আজ ওই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হলো।

জেলা ছাত্রদলের নতুন সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘১২ বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন পেল। সভাপতির দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির সব পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠানো হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সরকার পতনের আন্দোলনে রাজপথে ভূমিকা রাখতে চাই।’