কাপাসিয়ায় পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী-পরিদর্শকের ওপর ভেঙে পড়ল পাখা

গাজীপুর জেলার মানচিত্র

দাখিল পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। হঠাৎ ওপর থেকে খুলে পড়ল বৈদ্যুতিক পাখা। এ ঘটনায় আহত হয়েছেন এক পরীক্ষার্থী ও এক পরিদর্শক। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর নাম মোছা. জান্নাত ও কেন্দ্র পরিদর্শকের নাম মো. মনির হোসেন। জান্নাত কাপাসিয়ার খিলগাঁও বি কে দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে। মনির হোসেন একই প্রতিষ্ঠানের শিক্ষক। তিনি রাউৎকোনা দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাউৎকোনা দাখিল মাদ্রাসা কেন্দ্রের সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে আনা হয়েছে। সে খুব বেশি আঘাত পায়নি। যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। অন্যদিকে বৈদ্যুতিক পাখা পড়ার ঘটনায় বেশি আহত হয়েছেন শিক্ষক ও কেন্দ্র পরিদর্শক মনির হোসেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বর্ণনায় কেন্দ্র সচিব জয়নাল আবেদীন বলেন, টিনশেড ভবনের একটি কক্ষে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল ৯টা ২৮ মিনিটে হঠাৎ ওপর থেকে একটি বৈদ্যুতিক পাখা নিচে পড়ে। পাখার আঘাতে আহত হন শিক্ষক ও শিক্ষার্থী‌। তিনি বলেন, পাখা ঝোলানোর রডটিতে মরচে ধরায় সেটি দুর্বল হয়ে ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে ইলেকট্রিশিয়ান ডেকে সেটি আবার ঝোলানো হয়। নিরাপত্তার জন্য বাকি পাখাগুলোও পরীক্ষা করা হয়।

কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষায় অংশ নেয়। আহত শিক্ষকের পরিবর্তে অন্য এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষার আগেই ইউএনওর উপস্থিতিতে কেন্দ্রের বৈদ্যুতিক ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের বলা হয়েছিল। তবু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে। এরপর সেখানে আরও সচেতনভাবে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।