বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার। আজ শুক্রবার বিকেলেছবি; প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে উল্টো পথে আসা একটি মিনিট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, চাতরী চৌমুহনী থেকে টানেল সংযোগ সড়কে প্রবেশ করে প্রাইভেট কারটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই মিনিট্রাকটির সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, দুর্ঘটনার পর মিনিট্রাক ও প্রাইভেট কারটি টানেলের নিরাপত্তাকর্মীরা জব্দ করেন। পরে যানবাহন দুটি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও প্রাইভেট কার। আজ শুক্রবার বিকেলে
ছবি; প্রথম আলো

গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধনের পর টানেলের ভেতরে-বাইরে নয়টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে তিনজনের। গত মঙ্গলবার সকালেও টানেল সড়কের বৈরাগ গোলচত্বরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন।