পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা গণ অধিকার পরিষদের নুরুল হকের
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনায় নুরুল হক বলেন, পুরোনো রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গণ অধিকার পরিষদের গণজোয়ার উঠেছে।
দেশ পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে বেগ পেতে হচ্ছে উল্লেখ করে নুরুল হক বলেন, ‘দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয়, নিজের জন্মস্থান এই আসন থেকেই নির্বাচন করব।’
রাষ্ট্রের সংস্কার দাবি করে নুরুল হক বলেন, একক কোনো রাজনৈতিক দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে, তাই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি জানান তিনি। সংসদে যেন সব দলের প্রতিনিধিত্ব থাকে, এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। বাংলাদেশে নতুন কোনো অপরাজনীতি চলবে না।
গণসংবর্ধনায় উপস্থিত জনতার দিকে হাত তুলে বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে।’
গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, উপজেলা গণ অধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্যসচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্যসচিব মো. বশির রাঢ়ি প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি।
‘বিএনপির সঙ্গে জোট করিনি, ৩০০ আসনে প্রার্থী দেব’
২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নুরুল হককে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। বিএনপির ওই নির্দেশনার পর নুরুল হক আজ সড়কপথে সাংগঠনিক সফরে গলাচিপায় যাচ্ছিলেন। পথে বরিশাল নগরের চৌমাথা এলাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক (ভিপি নুর) বলেছেন, ‘আমরা বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক জোট করিনি। আসন ভাগাভাগি কিংবা জাতীয় সরকার গঠন করারও সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে।’
গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে বিএনপির সহযোগিতার বিষয়ে জানতে চাইলে নুরুল হক বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি। কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে। আমরা দলের হাই কমান্ডকে এটা অবহিত করেছি। তাই বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্থানীয় নেতাদের চিঠি দিয়ে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।’
পরে বেলা তিনটার দিকে গলাচিপা হাইস্কুল মাঠে গণসংবর্ধনায় যোগ দেন নুরুল হক। আগামীকাল বুধবার দশমিনায় ও পরশু বৃহস্পতিবার কলাপাড়ায় তাঁর জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
গত ৬ সেপ্টেম্বর পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় নুরুল হক উপস্থিত হয়ে বক্তব্য দেন। তখন নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ আছে। এর পরিপ্রেক্ষিতে নুরুল হককে সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে চিঠি দেয় কেন্দ্রীয় বিএনপি। গতকাল সোমবার চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।