জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি বাস নিয়ে শান্তি সমাবেশে যোগ দিল ছাত্রলীগ
ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে চারটি দ্বিতল (ডাবল ডেকার) বাস ও একটি একতলা বাস বরাদ্দ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন এলাকা থেকে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ওই পাঁচ বাসে পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে পরিবহন অফিসে বাস চেয়ে আবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস বরাদ্দ দেয় পরিবহন অফিস।
বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠন বাস চেয়ে আবেদন করলেই আমি সুপারিশ করি। বাস বরাদ্দ দেওয়ার দায়িত্ব পরিবহন অফিসের। তবে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যেতে পারবে কি না, এমন নিয়মের বিষয়ে আমি পরিষ্কার জানি না।
রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার উদ্দেশ্যে বাস বরাদ্দ দেওয়া বৈধ কি না, এমন প্রশ্নের জবাবে পরিবহন অফিসের পরিচালক মো. আওলাদ হোসেন বলেন, ‘ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাস বরাদ্দ চেয়ে আবেদন করেন। তাঁর আবেদন ফরমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সুপারিশ ছিল। প্রক্টরের সুপারিশ থাকলে আমরা বরাদ্দ না দিয়ে পারি না।’
ছাত্রলীগের বাস নেওয়ার আবেদনপত্রে সুপারিশ করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠন বাস চেয়ে আবেদন করলেই আমি সুপারিশ করি। বাস বরাদ্দ দেওয়ার দায়িত্ব পরিবহন অফিসের। তবে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যেতে পারবে কি না, এমন নিয়মের বিষয়ে আমি পরিষ্কার জানি না। কিন্তু এর আগেও বিভিন্ন সংগঠন বাস বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছে।’
বাস বরাদ্দ পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, তাঁরা প্রক্টর অফিস এবং পরিবহন অফিসের অনুমোদনে পাঁচটি বাস বরাদ্দ পেয়েছেন। তবে রাজনৈতিক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাস নেওয়া যাবে কি না, এমন নিয়মের বিষয়ে তাঁর জানা নেই।