নারায়ণগঞ্জে পার্কিং করা গাড়ি ভাঙচুর, আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে একটি গ্যারেজে লাব্বাইক বাসে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে গাড়িতে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটল, তা কেউ বলতে পারছেন না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতার ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।