সুন্দরবনে অপহৃত দুই জেলে ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন
অপহরণের তিন দিন পর বনদস্যুদের দাবি করা মুক্তিপণের ৪২ হাজার টাকা পরিশোধ করে দুই জেলে আজ বুধবার দুপুরে বাড়ি ফিরেছেন। সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে চুনকুড়ি টহল ফাঁড়ির কেওড়াতলী খাল থেকে গত রোববার ওই দুই জেলে অপহরণের শিকার হন।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়েলের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) এবং চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।
ইয়াজুল ও ফয়সাল জানান, রোববার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেজ্ঞের কদমতলা থেকে পাস নিয়ে তাঁরা ছয়জন জেলে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। ওই দিন রাতে চুনকুড়ি এলাকায় অবস্থানকালে ‘বনদস্যু মনজু বাহিনী’র সদস্য পরিচয়ে আগ্নেয়াস্ত্রধারী তিনজন তাঁদের দুজনকে উঠিয়ে নিয়ে যান। যাওয়ার সময় বাকি চারজনকে বলে যান, দুজনের মুক্তিপণ বাবদ তিন দিনের মধ্যে দুই লাখ টাকা দিতে হবে। তাঁরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে ৪২ হাজার টাকায় রফা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৪২ হাজার টাকা তাঁদের পরিবার ও মহাজন পরিশোধ করেন। এরপর আজ সকালে তাঁদের দুজনকে মুক্তি দেন অপহরণকারীরা। পরে সুন্দরবনের সুপদি এলাকা থেকে অন্য এক জেলের নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তাঁরা দুপুরে লোকালয়ে ফিরে আসেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান জানান, তিনি অপহরণের কথা লোকমুখে শুনেছিলেন। অপহরণের শিকার দুই জেলে আজ বাড়ি ফিরেছেন বলে তিনি জানতে পেরেছেন।