বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ, আড়াই ঘণ্টা পর কারাগারে নেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন তাঁর ভক্তরা। আজ বেলা দেড়টায়প্রথম আলো

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজন ভ্যান আটকে দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তাঁকে কারাগারে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তাঁকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় জামিন আবেদন নামঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণর ভক্তরা বেলা সাড়ে ১২টা থেকে আদালত প্রাঙ্গণে তাঁকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

চিন্ময় কৃষ্ণকে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে।

সরেজমিন দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে কড়া পুলিশি পাহারায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু এর আগেই তাঁর ভক্তরা প্রিজন ভ্যানের আশপাশে অবস্থান নেন। অনেকে মাটিতে শুয়ে পড়েন। পুলিশ বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও অবস্থানকারীরা তা শোনেননি। তাঁরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ বেলা পৌনে তিনটায়
ছবি: প্রথম আলো

একপর্যায়ে বেলা ২টা ৫০ মিনিটের দিকে পুলিশ ও বিজিবি লাঠিপেটা শুরু করে। পরপর কয়টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যান অবস্থানকারীরা। এরই মধ্যে পুলিশ প্রিজন ভ্যানে করে নিয়ে যেতে চাইলে সেটির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশের গাড়িতে করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। কারাগারে পাঠিয়ে দেওয়ার সময় চিন্ময় কৃষ্ণর ভক্তরা প্রিজন ভ্যানের আশপাশে অবস্থান নেন। বারবার অনুরোধ করা হলেও অবস্থানকারীরা সরে যাননি। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিনের আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার এটি শুনানির জন্য রয়েছে।