ঘন কুয়াশায় দুই নৌপথে চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকে আছে চার ফেরি

ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যাত্রীবাহী পরিবহন ও অন্যান্য গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আটকা আছে। আজ সোমবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে
ছবি: এম রাশেদুল হক

কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার রাত ১১টায় নৌপথ দুটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া দুই নৌপথে চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে বাড়তি ভোগান্তিতে পড়েন গাড়ির যাত্রী ও চালকেরা। বেশ কিছু যাত্রীবাহী পরিবহন ও অন্যান্য গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আটকা আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে অতিরিক্ত ভারী কুয়াশার কারণে রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নামক তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি মাঝনদীতে আটকা পড়ে। মাঝনদীতে ফেরি আটকা পড়ার খবরে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়।

আরও পড়ুন

অপর দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও গতকাল রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া শাহ আলী নামক একটি রো রো ফেরি মাঝনদীতে গিয়ে আটকা পড়ে। একই সঙ্গে আরিচা ঘাট থেকে বেগম রোকেয়া নামের একটি কে–টাইপ (মাঝারি) ফেরি ছেড়ে গেলেও ভারী কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি দেখে অনেকটা দূরের পথ গিয়েও আবার আরিচার ৩ নম্বর ঘাটে ফিরে আসে। মাঝনদীতে ফেরি আটকা পড়ার খবর পেয়ে দুই ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে এবং পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী যানবাহনসহ বেশ কিছু যাত্রীবাহী পরিবহন ও অন্যান্য গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা আছে। এ ছাড়া মাঝনদীতে আটকে থাকা চার ফেরিতে অন্তত শতাধিক যানবাহন ও যাত্রী রাতভর দুর্ভোগের শিকার হচ্ছেন।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার কারণে গতকাল রাত ১১টা থেকে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরির সঙ্গে অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রয়েছে। এতে করে বাড়তি ভোগান্তিতে পড়ছে চালক ও যাত্রী।