মাকে বলে সাঁতার শিখতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

মাকে বলে বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার শিখতে গিয়েছিল স্কুলছাত্র ইদ্রিস আলী তামিম (১৪)। সাঁতার কাটতে গিয়ে এক পর্যায়ে পুকুরে তলিয়ে যায় সে। এর কিছুক্ষণ পর পুকুরের পানি থেকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী তামিম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেন ও বিউটি আক্তার দম্পতির মেজ ছেলে। সে জেলা শহরের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহত স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আরও দুই বন্ধুর সঙ্গে সাঁতার শিখতে যায় ইদ্রিস আলী। পুকুরের পাড় ঘেঁষে সাঁতার কাটতে শেখার এক পর্যায়ে তিনজনই কিছুটা গভীর পানির দিকে গেলে তলিয়ে যেতে শুরু করে। এ সময় অন্য দুই বন্ধু ভাগ্যক্রমে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় ইদ্রিস। এ সময় অপর দুই বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরে নামার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় এক তরুণ পানির নিচে খুঁজে পান ইদ্রিসকে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

বিকেলে ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, লাশ দাফনের জন্য বাড়ি থেকে বের করা হচ্ছে। বাড়িজুড়ে আহাজারি। বাড়ির সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন ইদ্রিস আলীর বন্ধুসহ স্বজনেরা। ছেলেকে শেষ বিদায় দিয়ে হাউমাউ করে কাঁদছিলেন ইদ্রিস আলীর মা বিউটি আক্তার। নিজেকে কিছুটা শক্ত করে তিনি বলেন, ‘দুপুরে আমাকে বলেই সাঁতার শিখতে গেল ছেলেটা...।’ এ কথা বলার পর আবারও বাক্‌রুদ্ধ হয়ে যান তিনি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মুখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা পুকুরে ডুবে যাওয়া ওই কিশোরকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক রঞ্জু আহম্মেদ পুকুরের পানিতে ডুবে ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।