মানিকগঞ্জে বাজারের আগুনে পুড়ল ১৫ দোকান, করাতকল ও বসতবাড়ি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি কাঠের আসবাবের দোকান, একটি করাতকল ও একটি বসতবাড়ি পুড়ে গেছে।
আজ সোমবার ভোরে উপজেলার আরিচা বন্দর বাজার এলাকায় কাঠপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরিচা কাম বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তা নির্ণয় করার কাজ চলছে।
ফায়ার সার্ভিস, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর চারটার দিকে আরিচা বন্দর বাজার এলাকায় কাঠপট্টিতে কাঠের আসবাবের একটি দোকানে আগুন লাগে। আশপাশের দোকানগুলোয় কাঠের গুঁড়ি ও কাঠের আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পাশের একটি করাতকল ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে আরিচা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় লোকজন বলেন, অগ্নিকাণ্ডে স্থানীয় কাঠের আসবাব ব্যবসায়ী মতিয়ার রহমান, আব্বাস আলী, আনোয়ার হোসেন, আরশাদ আলী, তফিজ উদ্দিন, লিটন হোসেন, মো. আলামিন ও ইউনুস আলীর দোকানসহ ১৫টি কাঠের আসবাবের দোকান, একটি করাতকল ও শচীন সূত্রধরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, ঈদের আগে বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত কাঠ ও কাঠের আসবাবের বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কেউ কেউ নিঃস্ব হয়ে পড়েছেন।