গাজীপুরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
গাজীপুর নগরের বাগবাড়ি এলাকার একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির মালিক শামসুল হক (৬৫) ও তাঁর স্ত্রী রাজিয়া বেগম (৪৯) এবং চুলার মিস্ত্রি তানজিল হোসেন (২৩) ও মো. রাব্বি (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ি এলাকায় শামসুল হকের বাড়ির গ্যাসের সিলিন্ডারের লিকেজ হয়। তা মেরামত করতে গতকাল রাত আটটার দিকে তানজিল ও রাব্বি নামের দুজন মিস্ত্রি বাড়িতে আসেন। সিলিন্ডারের লিকেজ মেরামত করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় তানজিল ও রাব্বি দগ্ধ হন। তাঁদের পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক শামসুল হক ও তাঁর স্ত্রী রাজিয়াও দগ্ধ হয়েছেন। আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখান থেকে দগ্ধ চারজনকেই আজ রোববার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে শামসুল হক ও রাজিয়া বেগম বাড়িতে ফিরে আসেন।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাঁদের মধ্যে তানজিলের শরীরের ২০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ পুড়ে গেছে। আর শামসুলের শরীরের ৫ শতাংশ ও রাজিয়ার শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে। তানজিল ও রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।