মুক্তাগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কিশোরের নাম অনন্ত খান (১৭)। সে উপজেলার আমোদপুর গ্রামের মাছ ব্যবসায়ী লিটন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে অনন্ত খান পেছনে একজনকে বসিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় মুক্তাগাছা পৌর এলাকার আর কে হাইস্কুল মাঠের সামনের এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মো. আরিফ (২৫) নামের এক পথচারী। বেপরোয়া গতির কারণে অনন্ত এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রথমে পথচারীকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এরপর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আঘাত করে।

এতে অনন্তর পাশাপাশি গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী জসিম উদ্দিন (২৮) ও পথচারী আরিফ। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অনন্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) রিপন গোপ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।