কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গোপনে ১৩ বছর বয়সী কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অহিদ মোড়ল (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে অহিদ মোড়লকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করে থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা। গ্রেপ্তার অহিদ ফকিরহাটের হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন বাসাবাড়িতে দিনমজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত একটার দিকে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনে একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড পান ওই কিশোরীর বাবা। চিরকুটটিতে লেখা ছিল, ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখাবেন। ১৮ জানুয়ারি রাত আটটার দিকে মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ওই ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে মেমোরি কার্ডে থাকা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’ পরদিন রোববার সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন, কার্ডে তাঁর মেয়ের গোসলের ছবি ও ভিডিও।’

পুলিশ আরও জানায়, চিঠির কথামতো ১৮ জানুয়ারি রাত আটটার দিকে একটি ব্যাগে কাগজ দিয়ে টাকার মতো বান্ডিল করে খামে ভরে মান্দারতলা এলাকায় রেখে লোকজন নিয়ে আশপাশে পাহারা দিতে থাকেন ওই কিশোরীর বাবা। কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে ওই ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন হাতেনাতে অহিদ মোড়লকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার অহিদ মোড়ল গোপনে ওই কিশোরীর গোসলের ভিডিও ধারণ করেন। ওই কিশোরী বা তার পরিবারের লোকজন আগে কিছুই জানতে পারেননি। এ ঘটনায় ওই তরুণের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।