কুমিল্লায় চলছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। উৎসবে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করছেন আমন্ত্রিত অতিথিরাছবি: এম সাদেক

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর কুমিল্লা পর্ব শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসবের শুরু হয়। এতে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫৫৮ শিক্ষার্থী অংশ নিয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর কুমিল্লা পর্বে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫৫৮ শিক্ষার্থী অংশ নিয়েছে
ছবি: এম সাদেক

আজ সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণিত উৎসবের শুরু হয়। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর খান ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

এরপর সোয়া এক ঘণ্টার মূল আয়োজন গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। তারপর চলে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের জটিল প্রশ্নের উত্তর দেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সৈয়দ আহাম্মদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রাজু আহাম্মদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুমা আক্তার ও গণিত বিভাগের প্রভাষক তাহিয়া তাজিন।

উৎসবে কুমিল্লা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে আছেন। অনুষ্ঠানের সমাপনী আয়োজন হবে বিকেলে।