ভেড়ামারায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, যুবককে পুলিশে সোপর্দ

ধর্ষণপ্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুস সালাম (৪৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সালাম পেশায় দরজি।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশুটি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের একটি গ্রামে তাঁর নানাবাড়িতে বেড়াতে যায়। শনিবার বেলা ১১টার দিকে সে নানাবাড়ির সামনে খেলা করছিল। তখন পাশের বাড়ির মৃত মহির উদ্দিনের ছেলে আবদুস সালাম কৌশলে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে কাঁদতে কাঁদতে শিশুটি নানাবাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অভিযুক্ত সালামকে স্থানীয় লোকজন আটক করে ভেড়ামারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিশুটির শরীরে ধর্ষণের আলামত দেখা গেছে। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আবদুস সালামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হচ্ছে।