মুঠোফোনে গেমস খেলতে না দেওয়ায় বাড়িছাড়া কিশোর, দুদিন পর রেস্তোরাঁ থেকে উদ্ধার

মুঠোফোনপ্রতীকী ছবি: রয়টার্স

মুঠোফোনে ‘ফ্রি ফায়ার ব্যাটল’ গেমস খেলার সুযোগ না দেওয়ায় অভিমানে বাড়ি ছাড়ার দুই দিন পর ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব। আজ রোববার বিকেলে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁ থেকে ওই কিশোরকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া ওই শিশুর (১৩) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার একটি গ্রামে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ওই কিশোর মুঠোফোনে অনলাইনে ‘ফ্রি ফায়ার’ খেলার জন্য টাকা চায়। তবে তার মা এতে আপত্তি জানান। মুঠোফোনের ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন ছেলেকে। তবে কিশোরটি এতে অভিমান করে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কাউকে না বলে বাড়ি থেকে চলে যায়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও হদিস না পেয়ে তাঁর মা শনিবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠায়। পাশাপাশি র‌্যাবও শিশুকে উদ্ধারের তৎপরতা চালায়।

এদিকে আজ সোমবার বিকেলে রাজশাহী নগরের রহমানিয়া রেস্টুরেন্টে কিশোরের সন্ধান পাওয়া যায়। পরে বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব–৫–এর একটি দল কিশোরটিকে উদ্ধার করে বাগমারা থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ শেখ বলেন, উদ্ধারের পর কিশোরের কাছ থেকে জানতে পেরেছেন, সে ওই দিন বিকেলে তাহেরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে রাজশাহী শহরে যায়। রেস্তোরাঁয় কাজ নেওয়ার জন্য শহরের সাহেববাজার এলাকায় অবস্থিত রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যায়। সেখানে ক্যাশ টেবিলে থাকা ব্যবস্থাপকের কাছে চাকরির জন্য বললে তিনি ৫০০ টাকা বেতনে চাকরি দেন। গত দুই রাত থেকে সে অন্যদের সঙ্গে রেস্টুরেন্টেই থাকে। পরে ব্যবস্থাপক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিখোঁজ সংবাদ দেখে র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই জাহিদ শেখ।