রংপুরে মেরাজুল হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নবী উল্লাহ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নবী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নগরের কলেজ রোড খামারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিহত মেরাজুল ইসলাম (৩৫) রংপুর নগরের জুম্মাপাড়া এলাকার শামসুল হক-আম্বিয়া বেগম দম্পতির ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মেরাজুল নগরের সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মেরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় নিহত মেরাজুলের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় নবী উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে মেরাজুল ইসলাম বাড়ি থেকে সিটি বাজারের দিকে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে দোকানের কাছাকাছি পৌঁছালে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়েন তিনি। তখন গুলিবিদ্ধ হন মেরাজুল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।