অব্যবস্থাপনার কারণ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক প্রাধ্যক্ষের পদত্যাগ
প্রশাসনিক অব্যবস্থাপনার কারণ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। তিনি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নীল দলের জ্যেষ্ঠ নেতা। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
মো. তোফায়েল হোসেন মজুমদার বলেন, ‘আমি মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে, কিছু শিক্ষকের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, প্রমোশন না দেওয়া, প্রাপ্য ছুটি না দেওয়াসহ নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এগুলোর প্রতিবাদে আমি মনে করি এমন প্রশাসনের সঙ্গে থাকলে এই দায়ভার আমার ওপরও চলে আসবে। প্রশাসনে বহাল থেকে এ বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।’
পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো আমিরুল হক চৌধুরী। প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নীল দলের শিক্ষকদের বিভিন্ন গ্রুপের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলছে। এতে পরিষদের কনিষ্ঠ সদস্য শিক্ষকেরা প্রতিনিয়ত জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করছেন বলে অভিযোগ রয়েছে।