গাজীপুরে আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেওয়া হবে না: হাসান উদ্দিন সরকার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেছেন, ‘দল সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবিলা করব। দল সিদ্ধান্ত না নিলে আমরা কৌশল গ্রহণ করব। আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেওয়া হবে না।’
আজ রোববার বিকেলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত সোহরাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী ছিলেন হাসান উদ্দিন। তাঁকে হারিয়ে মেয়র নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তবে নির্বাচনের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন হাসান উদ্দিন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন আজমত উল্লা খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি।
বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপি। এর ধারাবাহিকতায় গাজীপুরসহ অন্যান্য সিটি করপোরেশনেও অনুষ্ঠেয় নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার পথে হাঁটছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি বা নির্বাচনে যাওয়া না যাওয়ার কোনো ঘোষণা দেয়নি। বিএনপি যদি নির্বাচনে না যায়, সে ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভিন্ন কৌশল নেব।’ কৌশলটা কী জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা সময়মতো সবাইকে জানাব।’
নব্বই ছাত্রনেতাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে সোহরাব উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য দেন তাঁর ছেলে রায়হান আহমেদ। এ এম আশরাফ হোসেনের সভাপতিত্বে ও ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বসির আহমেদ, মহানগর জাসাস সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল প্রমুখ।