মুন্সিগঞ্জে মেরামতের সময় লিফট থেকে পড়ে একজনের মৃত্যু

লিফট
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট মেরামত করার সময় ওপর থেকে পড়ে গিয়ে মোহাম্মদ শিপন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শিপন (৪৫) রাজধানীর পুরানা পল্টন এলাকার ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে লিফট মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীরা বলেন, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের লিফটে ত্রুটি দেখা দিয়েছিল। লিফট মেরামত করতে সকাল থেকে এক সহযোগীর সঙ্গে কাজ করছিলেন শিপন। বেলা ১১টার দিকে ষষ্ঠ তলায় কাজ করছিলেন তাঁরা। সে সময় অসাবধানতাবশত লিফটের নিচে নামার বাটনে চাপ লেগে যায়। তখন লিফট নিচের দিকে চলে যায়। শিপন দরজায় কিছুক্ষণ ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন ছন্দা বেগম বলেন, ‘আমি রোগী নিয়ে হাসপাতালের নতুন ভবনে এসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনে লিফটের কাছে দৌড়ে যাই। লিফটের দরজা খোলা ছিল। মোবাইলের আলো জ্বালাতেই এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মৃদুল কুমার দাস বলেন, লিফট মেরামতের সময় ওপর থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ লাশের সুরতহাল করেছে।