গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল এলাকায় বেতন–বোনাসের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সোমবার বেলা ১১টার দিকে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে জানায়, মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। এ আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের ওভারটাইমের টাকা বাকি আছে। তাঁদের গতকাল রোববার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি পরিশোধ করা যায়নি। এক সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। আমরা হেড অফিসে কথা বলেছি। তাঁদের ওভারটাইমের টাকা আজকেই পরিশোধ করে দেওয়া হবে৷ তবে এখন তাঁরা বোনাসও চাচ্ছেন। এটির দ্রুতই সমাধান করা হবে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রেজওয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, বোনাস ও ওভারটাইমের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের বুঝিয়ে বেলা ১টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ সকালে মে মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পোশাকশ্রমিক নূরে আলম প্রথম আলোকে বলেন, কারখানায় ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। গতকাল মে মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে ওই টাকা পরিশোধ না করায় তাঁরা কাজ বন্ধ করে দিয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।