জাহাঙ্গীরনগরে দলীয় লেজুড়বৃত্তিক সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়বৃত্তিক সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল। শুক্রবার দুপুরে ক্যাম্পাসে
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তিক সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’, ‘ডান-বামের রাজনীতি, চাই না তোদের উপস্থিতি’, ‘রাজনীতির অংশীদার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মুসা ভূঁইয়া বলেন, ‘সারা দেশের ক্যাম্পাসগুলোতে যে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি এবং শিক্ষকরাজনীতি আছে, সেগুলোর ফলাফল কখনোই সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক ছিল না; বরং এসবের প্রভাব সব সময় সাধারণ শিক্ষার্থীদের ওপরে পড়েছে। তাই আমরা চাই কোনোরকম টালবাহানা না করে “অনির্দিষ্টকাল”, “সাময়িক সময়” এই ধরনের শব্দের মারপ্যাঁচ না খেলে উপাচার্য স্যার আগামী রোববারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করবেন। এটা আমাদের সব সাধারণ শিক্ষার্থীর দাবি।’