সাগরে ধরা পড়ল ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ, ১৬ হাজারে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার বিকেলে মো. ফারুক হোসেনের জালে বিশাল আকৃতির এ পাঙাশটি ধরা পড়ে বলে জানা গেছে।
ফারুক হোসেন বলেন, তিনি সকালে গঙ্গামতীসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। ওই জালে অন্য মাছের সঙ্গে এ পাঙাশটি ধরা পড়ে। মাছটি তিনি ভালো দামে বিক্রি করেছেন। কুয়াকাটা মাছ বাজারের মণি ফিশ আড়তে মাছটি নিয়ে গেলে সেখানে নিলাম ডাকে কুয়াকাটার মাছ কেনাবেচার প্রতিষ্ঠান ফিশ ভ্যালির প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ১ হাজার টাকা কেজি হিসাবে ১৫ হাজার ৯৫০ টাকায় পাঙাশ মাছটি কেনেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির মুনশি বলেন, বড় আকারের পাঙাশ মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।
ফিশ ভ্যালির প্রতিনিধি রেজাউল ইসলাম বলেন, মাছটি দেখতে যেমন বড়, তেমনি সুন্দর। এ ধরনের মাছ সাধারণত সমুদ্রে ধরা পড়ে না। মাছটি তাঁরা ঢাকায় পাঠাবেন এবং সেখান থেকে বিক্রি করা হবে।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন ও বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হবেন।