ইকবালের গাড়িবহরে হামলায় সম্পৃক্ততা নেই দাবি করে তায়েবুরের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহাম্মদ তায়েবুর রহমানছবি: প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুরে দলীয় কোন্দলের জের ধরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে সোমবার দুপুরে। রাজনৈতিক প্রতিপক্ষ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমানের (হিরণ) লোকজন এই হামলা চলায় বলে অভিযোগ ওঠে। তবে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তায়েবুর রহমান।

গৌরীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তায়েবুর রহমান বলেন, ‘বিএনপি এবং ব্যক্তিগতভাবে আমি যেকোনো হামলা-সংঘর্ষের বিরোধী। আমি কখনো চাইনি রাজনৈতিক বা সামাজিকভাবে কাউকে হেয়প্রতিপন্ন করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক। ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই আমি সম্পৃক্ত নই।’ তিনি আরও বলেন বলেন, ‘সোমবার এম ইকবাল হোসাইনের নিজ ইউনিয়ন সিধলার টেংগুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।’

তায়েবুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, জমিসংক্রান্ত স্থানীয় বিরোধে এম ইকবাল হোসাইনের বিরুদ্ধে গ্রামের মানুষ একধরনের সামাজিক বয়কটের পরিস্থিতি তৈরি করে। যার কারণে লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় এবং গ্রামবাসী ও ইকবাল হোসাইনের বহরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁকে জড়ানোর অপচেষ্টা হয়।

আরও পড়ুন

এদিকে সোমবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে এসে হামলার ঘটনার সঙ্গে আহাম্মদ তায়েবুর রহমানের সম্পৃক্ত থাকার অভিযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্যা মাজহারুল আনোয়ার জানান, এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।