হালদা নদী থেকে ফুটবল তুলে আনতে তিন বন্ধুর ঝাঁপ, একজন নিখোঁজ

মুহাম্মদ আনাস

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে পড়া ফুটবল আনতে নেমে তলিয়ে গিয়ে এক কিশোর ডুবে গেছে। ঘটনার ১৮ ঘণ্টা পার হলেও আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মুহাম্মদ আনাস (১৪) নামের ওই কিশোরের খোঁজ মেলেনি।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর সংযোগস্থলের চেংখালী খালের মুখে এ ঘটনা ঘটে। নিখোঁজ মুহাম্মদ আনাস গড়দোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা সদরের শাহ অলিউল্লাহ ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র।

ঘটনার পর পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর ফোন পেয়ে হাটহাজারী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে তাল্লাশি অভিযান চালায়। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। এরপর তাঁরা অভিযান বন্ধ ঘোষণা করে ফিরে যায়। আজ সকাল ৮টায় চট্টগ্রাম নগরী থেকে ডুবুরি দল এনে আবার উদ্ধার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পূজার ছুটিতে বাড়িতে আসা নিখোঁজ কিশোর আনাসসহ পাড়ার ছেলেরা মিলে মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল মাঠের পাশের হালদা নদীতে পড়ে যায়। বলটি কুড়িয়ে আনতে তিন বন্ধু ঝাঁপ দেয়। দুজন উঠে এলেও আনাস তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

গড়দোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ আজ প্রথম আলোকে বলেন, ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে তিনি নিজেও উদ্ধারকাজে আছেন। আজ সকাল আটটায় দ্বিতীয় দফায় একদল ডবুরি নদীতে উদ্ধার অভিযানে নামে। কিন্তু ছেলেটির খোঁজ পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, গতকাল  বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও ওই কিশোরের সন্ধান না মেলায় অভিযান সমাপ্ত করেন। আজ সকালে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে আসা ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে।