আপত্তির মুখে ব্রহ্মপুত্রপাড়ে গণশৌচাগারের নির্মাণ বন্ধ, পাশের পাইলিং ঘিরে রহস্য

ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্রপাড়ে গণশৌচাগার নির্মাণের কাজ আপত্তির মুখে বন্ধ রেখেছে সিটি করপোরেশন। আজ দুপুরে নির্মিতব্য এলাকায় যান ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের কর্মীরাছবি: প্রথম আলো

আপত্তির মুখে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে গণশৌচাগারের নির্মাণ করছে সিটি করপোরেশন। তবে শুধু শৌচাগারের নির্মাণকাজ বন্ধ নয়, দ্রুত নির্মাণসামগ্রী সরিয়ে নিতে আলটিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে নির্মিতব্য গণশৌচাগারের পাশেই ব্রহ্মপুত্রপাড়ে পাইলিং ঘিরে রহস্য তৈরি হয়েছে। সিটি করপোরেশন বলছে, পাইলিংয়ের বিষয়ে তারা কিছুই জানে না।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরের জুবিলিঘাট এলাকায় ব্রহ্মপুত্রপাড়ে গণশৌচাগার নির্মাণকাজ বন্ধ করা হলো কি না দেখতে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের কর্মীরা সেখানে যান। তাঁরা গিয়ে নির্মাণকাজ বন্ধ দেখতে পান। এ সময় আন্দোলনকর্মীরা বলেন, কাজটি শুধু সাময়িকভাবে বন্ধ করলে হবে না। শনিবার সকাল ১০টার মধ্যে অবকাঠামো ও নির্মাণসামগ্রী সরিয়ে না নিলে করপোরেশন ঘেরাও করা হবে।

গণশৌচাগার নির্মাণকাজ বাস্তবায়নের তদারকি করছিলেন সিটি করপোরেশেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, নাগরিকদের আপত্তির কারণে শৌচাগারটির নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। তবে ডিপিপি অনুযায়ী শৌচাগারের স্থানটি সেখানেই নির্ধারিত ছিল কি না সে বিষয়ে কথা বলতে তিনি রাজি হননি।

নির্মিতব্য গণশৌচাগার দেখতে গিয়ে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের কর্মীরা গণশৌচাগারের পেছনে পাইলিং দেখতে পান। ওই পাইলিং করা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, ‘এখানে যে শুধু শৌচাগার নির্মাণের অপচেষ্টা হচ্ছে তা নয়, তার পাশেই পাইলিং দেখতে পেলাম। পাইলিংটি দেখে মনে হয়েছে, বহুতল ভবন নির্মাণের জন্য করা হয়েছে। এখানে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ব্রহ্মপুত্রকে দখল করা হচ্ছে।’

ময়মনসিংহ নগরের জুবিলিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদেরপারে নির্মিতব্য গণশৌচাগারের পেছনে পাইলিং নিয়ে রহস্য দেখা দিয়েছে
ছবি: প্রথম আলো

গণশৌচাগারের পাশে কী কারণে পাইলিং করা হয়েছে জানতে চাইলে প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এখানে বহুতল ভবন নির্মাণের কোনো কারণ নেই। কারা এখানে পাইলিং করল বলতে পারছি না।’

এমন কাণ্ডর প্রতিবাদ জানিয়ে চিত্রশিল্পী হোসাইন ফারুক বলেন, নির্মিতব্য গণশৌচাগারের পেছনে ব্রহ্মপুত্র নদে মাল্টিরড দিয়ে থ্রি পয়েন্ট পাইলিং করা, যা বহুতল ভবনের ক্ষেত্রে হয়ে থাকে। এই পাইলিংয়ের উদ্দশ্যে জানা দরকার। গণশৌচাগার ছোট বিষয় ছিল। কিন্তু বৃহৎ কোনো অসৎ পরিকল্পনা মনে হচ্ছে ব্রহ্মপুত্রকে ঘিরে। এর সঙ্গে দায়ীদেরও শাস্তির আওতায় আনতে হবে।

ময়মনসিংহ নগরে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের তীরে গণশৌচাগার নির্মাণ করছিল সিটি করপোরেশন। জনবহুল প্রয়োজনীয় স্থানে শৌচাগার নির্মাণ না করে ব্রহ্মপুত্রপাড়ে গণশৌচাগার নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের কর্মীরা এর প্রতিবাদ জানিয়ে নির্মাণকাজ বন্ধের দাবি জানান।

আরও পড়ুন