আচরণবিধি ভেঙে গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র দাখিল করার ঘটনায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বার্তাবাহকের মাধ্যমে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর স্বাক্ষর করা চিঠি নিক্সন চৌধুরীকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে আদালতের একটি দল চিঠিটি নিয়ে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে নিক্সনের বাড়িতে যান।
চিঠিতে উল্লেখ করা হয়, নিক্সন চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রথম আলোসহ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন দেখে অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় আগামীকাল বেলা সাড়ে তিনটার মধ্যে সশরীর অনুসন্ধান কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচনী এলাকার তিন উপজেলায় গাড়িবহরে মহড়া দিয়ে গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নিক্সন চৌধুরী। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কক্ষে নিক্সন চৌধুরীর সমর্থক জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসারসহ অন্তত ৩০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গতকাল ফরিদপুর শহরের উদ্দেশে যাত্রা শুরু করেন নিক্সন চৌধুরী। একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে তিনি এগিয়ে যান। ভাঙ্গার দত্তপাড়া থেকে যাত্রা শুরু করে সদরপুরের চন্দ্রপাড়া, আটরশি পার হয়ে চরভদ্রাসন হয়ে ফরিদপুর সদরের গজারিয়া, মুন্সিবাজার দিয়ে ঢাকা-বরিশাল সড়ক ধরে ভাঙ্গা রাস্তার মোড় হয়ে মুজিব সড়ক, ব্রাহ্মসমাজ সড়ক দিয়ে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কারণ দর্শানোর চিঠির ব্যাপারে সংসদ সদস্য মজিবর রহমান ও নিক্সন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তিনি ফোন কেটে দেওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।