চট্টগ্রামে ভোটার বেড়েছে ২ লাখ ৩৪ হাজার জন
চট্টগ্রামে এক বছরে ভোটার বেড়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৭৪ জন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে সারা দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন বলে জানানো হয়। চট্টগ্রামে বর্তমান ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন।
গত বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এরপর এক বছরে ২ লাখের বেশি ভোটার বেড়েছে চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলায়। নগরকে ছয় থানায় ভাগ করে তালিকা প্রকাশ করা হয়।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন ভোটার রয়েছেন ফটিকছড়ি উপজেলায়। এটি চট্টগ্রাম-২ সংসদীয় আসন নামে পরিচিত। গত বছর এখানে ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে নগরের ডবলমুরিং থানা এলাকায়, ৪ লাখ ২৭ হাজার ১৩৩ জন। ডবলমুরিং থানা এলাকাটি চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-৮ আসনের অংশ।
সবচেয়ে কম, ১ লাখ ২৯ হাজার ৬২৫ জন ভোটার রয়েছে কর্ণফুলী উপজেলায়। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা মিলে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন গঠিত। দুই উপজেলা মিলে এখন মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৯৩৬ জন। গত বছর এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।
গত বছর মোট ভোটারের মধ্যে নারী ছিলেন ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন। পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। হিজড়া ছিলেন ৫৬ জন। এবার এখনো পুরুষ, নারী ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারসংখ্যা আলাদাভাবে পাওয়া যায়নি।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটার তালিকা হালনাগাদে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে।
সে অনুযায়ী চট্টগ্রামে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ। তিনি বলেন, ‘এক বছরে চট্টগ্রামে ২ লাখ ৩৪ হাজারের বেশি ভোটার বেড়েছে। হালনাগাদ কার্যক্রমের কাজ ২০ জানুয়ারি থেকে আমরা শুরু করব। এ জন্য তথ্য সংগ্রহকারী কর্মকর্তা নিয়োগ করা হবে।’