সাতক্ষীরায় মাথায় ইট দিয়ে আঘাতের ৩৫ দিন পর ছাত্রদলের সাবেক নেতার মৃত্যু

মরদেহ
প্রতীকী ছবি

দোকান ভাড়ার টাকা চাওয়ায় মাথায় আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন (৩১) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের আবদুল হামিদ সরদারের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের নিজ বাড়িতে শাহরিয়ার মারা যান।

শাহরিয়ারের চাচা আবদুর রশিদ সরদারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শাহরিয়ার দীর্ঘদিন কাজীরহাট বাজার কমিটির সম্পাদক ছিলেন। জুলাই-আগস্টে রাজনীতির পটপরিবর্তনের পর বাজার কমিটিতে তাঁকে কাঙ্ক্ষিত পদে রাখা হয়নি। পরে শাহরিয়ারের নেতৃত্বে বাজারের আরও একটি কমিটি গঠন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি কাজীরহাট বাজারে দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জের ধরে শাহরিয়ারের মাথায় ইট দিয়ে মাথায় আঘাত করেন বাজারের মাংস ব্যবসায়ী মনিরুল ইসলাম। বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ডাক্তারি পরীক্ষায় দেখা যায় শাহরিয়ারের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উন্নতি না হওয়ায় খুলনা সিটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে এক সপ্তাহ আগে বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, কী কারণে শাহরিয়ারের মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ১২ ফেব্রুয়ারি শাহরিয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এতে তিনি মাথায় আঘাতও পেয়েছিলেন। শাহরিয়ার হোসেনের বড় ভাই শাহরিয়ার আরিফিন একটি হত্যা মামলার অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।