বরিশালে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
রয়টার্স

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্য নন্দন মিত্র (৪৭) নামের ওই রোগী মারা যান। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে চলতি বছর বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭৭। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক কম। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এর মধ্যে বরিশালে ৬ জন, বরগুনায় ৫, পিরোজপুরে ৪ ও পটুয়াখালীতে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ছয়টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭৭ জন।

গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। ওই বছর বিভাগে ৩৮ হাজার ১৬৬ রোগী হাসপাতালে চিকিৎসা নেন। আর মৃত্যু হয়েছিল ২১৪ জনের।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এবার জুন-জুলাইয়ে বৃষ্টি কম হয়েছে। পাশাপাশি এবার এপ্রিলের শুরু থেকে জুন পর্যন্ত অত্যধিক তাপপ্রবাহ সক্রিয় ছিল। তাপমাত্রা বেশি হওয়ার কারণে এডিস মশার বংশবিস্তারের হার কমে যায়। এ জন্য এবার ডেঙ্গুর প্রকোপ এখনো কম।