‘অভ্যুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না’

চট্টগ্রামের হাটহাজারীতে সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় মহাসচিব মজিবুর রহমান। আজ বিকেলে মির্জাপুর ইউনিয়নের চারিয়ে বোর্ড স্কুল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারেসংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম-৫ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান আরও বলেন, বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক জিয়া চৌধুরী ও মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গোলাম ফারুক, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী।

বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব মো. লোকমান, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, বিএনপির ফটিকছড়ি উপজেলার সভাপতি কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, এবি পার্টির হাটহাজারী উপজেলার নেতা মোজাম্মেল হোসেন প্রমুখ। চট্টগ্রাম-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম নির্বাচন করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।