নবাবগঞ্জে ফুটবল খেলার সময় বুকে আঘাত পেয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ভেন্যু পর্যায়ের খেলার সময় বুকে আঘাত পেয়ে সামিউল ইসলাম (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
সামিউল উপজেলার ৪ নম্বর শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে। সে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ইউনিয়নভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ভেন্যু পর্যায়ে শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার চূড়ান্ত খেলা চলাকালে বুকে আঘাত পেয়ে শিক্ষার্থী সামিউল ইসলামের মৃত্যু হয়।
বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন প্রথম আলোকে বলেন, সোমবার সকালে শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ভেন্যু পর্যায়ের চূড়ান্ত খেলা চলছিল। এ খেলায় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থী সামিউল বড়মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলছিল। ফুটবল খেলা চলাকালে সামিউল ফুটবলে হেড করার সময় অপর এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বুকে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, ফুটবল খেলার সময় ফুটবলে হেড করতে গিয়ে বুকে আঘাত পেয়ে সামিউল নামের এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।