উজিরপুরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে ঢাকা–বরিশাল মহাসড়কে আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চারজন।
সাকুরা পরিবহনের বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছে। সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
নিহত দুজন হলেন—ট্রলিচালক সোহরাব কবিরাজ (২৭) ও চালকের সহকারী রুবেল হাওলাদার (২৩)।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সঙ্গে গৌরনদী থেকে আসা ইচলাদিগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাসের একাধিক যাত্রী বলেছেন, দ্রুতগামী বাসটি কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে দুর্ঘটনায় পড়ে।