গাজীপুরে পোশাক কারখানায় আগুন, পুড়েছে যন্ত্রাংশ-ফেব্রিকস

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে ওই কারখানার কাপড়ের গুদামে থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার কর্মকর্তারা বলেন, আজ ভোরে হঠাৎ কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফ্লোরের বিভিন্ন যন্ত্রাংশ ও ফেব্রিকস পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফ্লোরের বিভিন্ন যন্ত্রসহ ফেব্রিকস পুড়ে গেছে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।