সাদাপাথর ঘুরে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন নরসিংদীর মো. দেলোয়ার হোসেন (৩০)। সাদাপাথর ঘোরা শেষে আজ রোববার বিকেলে সিলেট শহরের দিকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দেলোয়ার হোসেনের স্ত্রী ও সন্তান। গুরুতর আহত হয়েছেন দেলোয়ার হোসেন ও অটোরিকশাচালক।

নিহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাঁর ছেলে আবদুল্লাহ (৭)। তাঁরা নরসিংদী সদরের কামরগাঁও এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নরসিংদীর দেলোয়ার হোসেন। ঘোরাঘুরি শেষে আজ বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট শহরের দিকে ফিরছিলেন তাঁরা।

অটোরিকশাটি সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই স্মৃতি আক্তার ও ছেলে আবদুল্লাহর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, আহত অটোরিকশাচালক ও আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।