সঙ্গীরা বুঝে ওঠার আগেই মৌয়ালকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাঘ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে বনের কাচিকাটা নদীর ফুলখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌয়ালের নাম মো. মনিরুজ্জামান বাচ্চু (৪১)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে।
নিহত মৌয়ালের সহযোগী ও একই গ্রামের বাসিন্দা আমিনুর ইসলাম গাজী বলেন, গত মঙ্গলবার সাতক্ষীরা রেঞ্জের বুড়িগঙ্গিনী স্টেশন থেকে পাস নিয়ে মনিরুজ্জামানসহ তাঁরা ছয়জনের একটি দল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য যান। গতকাল বিকেলে কাচিকাটা নদীর ভারতীয় সীমান্তসংলগ্ন ফুলখালী এলাকায় মধু আহরণের সময় হঠাৎ একটি বাঘ মনিরুজ্জামানের ওপর হামলা করে। তাঁরা বুঝে ওঠার আগেই বাঘটি মনিরুজ্জামানকে টেনেহিঁচড়ে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে পাল্টা হামলা করলে বাঘটি মনিরুজ্জামানের ছিন্নভিন্ন মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে তাঁরা মরদেহ উদ্ধার করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন বলেন, সীমান্ত এলাকার ঠিক কোন স্থানে বাঘের আক্রমণে মৌয়াল নিহত হয়েছেন, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থল তদন্ত করে ও নিহত মৌয়ালের সঙ্গীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।